আল আরাফাহ ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

শুভ সকাল ।
আজ ২৪/০৩/২০২৪ ইং তারিখে প্রকাশিত হলো স্বনামধন্য বেসরকারি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি। 



ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তিঃ আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি (AIBPLC)- এ পদঃ "ম্যানেজমেন্ট ট্রেইনী অফিসার" এবং "এক্সিকিউটিভ অফিসার" 
আবেদনের শেষ তারিখঃ ২০/০৪/২০২৪

আবেদনের লিংকঃ https://career.al-arafahbank.com

দের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : প্রার্থীকে গণিত, পরিসংখ্যান, ফিজিক্স, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এমআইএস, এইচআরএম, ইন্টারন্যাশনাল বিজনেস, ইকোনমিকস, হেলথ ইকোনমিকস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইংলিশ, আইন বা বিএসসি ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমবিএ/এমবিএম/ মাস্টার্স পাস হতে হবে।

যেকোন ব্যাংকের এন্ট্রি লেভেলের সর্বোচ্চ পোস্ট প্রবেশনারী অফিসার বা এমটিও। এই পোস্টে জয়েন দিলে আপনি এমডি পর্যন্ত হতে পারবেন। আর যদি ব্যাংকটি কোন শরীআহ্ হয়, তাহলে তার মর্যাদা অন্য রকম এবং যে কারোরই পছন্দের তালিকার শীর্ষে থাকবে।

গতবার এই ব্যাংকের একই নিয়োগে প্রশ্ন IBA করেছিল। এইবারও IBA করার সম্ভাবনা ৯৯%। তাই যারা নিজেকে  ব্যাংকার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, সূবর্ণ সুযোগটি লুফে নিন। জাস্ট একটু ট্যাকটিস খাটালে খুব সহজেই ভাইবায় অংশগ্রহণ করতে পারবেন

Read more: https://jobpreparation2023.blogspot.com/2024/02/Bank%20viva%20unique%20question.html

তাই আর দেরী না করে দ্রুত আবেদন করে ফেলুন।

Post a Comment (0)
Previous Post Next Post